বরিশালে ৩ জনকে পিটিয়ে আহত: ২জন আটক

বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের এক কর্মচারী, তার স্ত্রী এবং ভাইকে পিটিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার রাত ৮টার দিকে নগরীর বান্দ রোডের ডায়াবেটিস হাসপাতাল এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আহতদের মধ্যে মাথায় আঘাতপ্রাপ্ত মো. রুবেলকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছে আহত রুবেলের ভাই মো. জুয়েল। হামলায় জড়িত থাকার অভিযোগে কোতয়ালী মডেল থানা পুলিশ দুইজনকে আটক করেছে।
মো. জুয়েল জানান, এক নিকটাত্মিয়ের বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে সাউথ কিং চাইনিজ রেস্তেরায় গিয়েছিলেন তিনি সহ রুবেল ও রনি দম্পত্তি। তারা ডায়াবেটিস হাসপাতালের সামনে দাড়িয়ে ছিলেন। কিছু বুঝে ওঠার আগেই সুজন, শাকিল, ও মিঠুন সহ অন্যান্যরা লাঠিসোটা দিয়ে রুবেল ও তাকে (জুয়েল) বেদম মারধর করে। হামলায় রুবেল মাথায় আঘাত পেয়ে সংজ্ঞাহীন হয়ে লুটিয়ে পড়ে। এ সময় তার স্ত্রী রনি আক্তার রুবেলকে রক্ষা করার চেস্টা করলে তাকেও লাঞ্ছিত করে তারা। হামলায় জুয়েলও আহত হয়। এক পর্যায়ে স্থানীয়রা এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। এ সময় আহত রুবেলকে শেবাচিম হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। হাসপাতালে ভর্তি পর বেশ কয়েকবার বমি হয় তার। ওই রাতেই তাকে সিটি স্ক্যান করা হয়। রিপোর্টে তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
এ ঘটনায় ওই রাতেই হামলাকারী ৫ জনের বিরুদ্ধে কোতয়ালী থানায় লিখিত অভিযোগ করেন রুবেলের ভাই মো. জুয়েল। গতকাল পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত হামলাকারী সুজন ও শাকিল নামে দুইজনকে আটক করেছে।
কোতয়ালী মডেল থানার ওসি মো. আজিমুল করিম জানান, জেলা প্রশাসক কার্যালয়ের এক কর্মচারীকে মারধরের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছেন। অভিযোগের ভিত্তিতে দুই জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। অভিযোগ তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন ওসি।